সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2024-12-28 18:10:21

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি অনুষ্ঠানের মাইকে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শাকিল হোসেন (২২) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় শাকিল।

মৃত. শাকিল হোসেন পাতিলাপাড়া আবাসন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম গণি শেখ।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. চঞ্চল হোসেন বলেন, সদ্য বিবাহিত শাকিল হোসেনের কোন ঘর-বাড়ি নাই। সে আশ্রয়ন প্রকল্পে থাকতো। তার নানা আরশেদ আলীর ডেকোরেটরের দোকানে শ্রমিকের কাজ করতো।

আমজাদ হোসেন নামে পাতিলাপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে গাজীর গানের আয়োজন ছিলো। সেখানে গাছের উপরে মাইকের লাগিয়ে বিদ্যুত সংযোগ দেওয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, বিষয়টি তিনি শুনতে পেয়েছেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।

এ সম্পর্কিত আরও খবর