দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতা নির্বাচনের জন্য সারাদেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়।
এর আগে, সর্বশেষ ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথি ও জামায়াতে ইসলামীর নেতাদের উপস্থিতিতে এই ছাত্রশিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে।
জানা যায়, এই সম্মেলনে সদস্যদের দেওয়া ভোটে কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতাদের নির্বাচিত করা হবে।