পাহাড়ে স্থানীয় সরকার শক্তিশালীকরণে পার্বত্য চুক্তির পুনর্মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহাম্মেদ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পাহাড়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে অত্রাঞ্চলের অন্যতম প্রধান প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদকে গণতান্ত্রিক উপায়ে চলমান আইনি ব্যবস্থার মাধ্যমে বিরাজমান জেলা পরিষদের নিজস্ব আইন মেনে অবিলম্বে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন জরুরি। এতে নতুন করে কোনো ভোটার তালিকার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, প্রয়োজনে সেই পার্বত্য চুক্তি সংশোধন করতে হবে। চুক্তির কোন কোন ধারা বাস্তবায়ন হয়েছে কোন ধারাগুলো বাস্তবায়নযোগ্য এবং কোন ধারাগুলো এখনই বাস্তবায়ন করা দরকার সেটিও খতিয়ে দেখতে হবে।
পাহাড়ি জনগণের উদ্দেশে তিনি বলেন, তখন যারা চুক্তি করেছিল, এই চুক্তি আদৌ বাস্তবায়নযোগ্য কিনা সেটা সেসময় ভাবেনি। পাহাড়িদের খুশি করার জন্য এমন চুক্তি করেছিল কিনা সেটি ভেবে দেখার জন্য পাহাড়বাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের চেয়ারম্যান। এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) নাসরিন সুলতানা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, ড.ফেরদৌস আরফিনা ওসমান, ইলিরা দেওয়ান, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।