শুনানিতে আদালতে তোলা হবে না চিন্ময়কে, কঠোর নিরাপত্তা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-02 11:59:48

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকসের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এদিন চিন্ময়কে আদালতে হাজির করা হবে না। এরপরও তার সমর্থকদের যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আদালত ও আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পুনরায় আবেদন করা হয়। শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য থাকলেও চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এবং রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় শুনানি পিছিয়ে ২ জানুয়ারি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আজ (বৃহস্পতিবার) চিন্ময়ের জামিন শুনানি হবে। মিস কেস হওয়ায় আদালতে তাকে তোলার বিধান নেই। সেজন্য কারাগার থেকে তাকে আদালতে আনা হবে না। কিন্তু চিন্ময়ের পক্ষে আদালতে আইনজীবী শুনানি করতে পারেন।

গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রফতার দেখিয়ে তাকে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

এ সম্পর্কিত আরও খবর