সাটুরিয়ায় বখাটের বিচার দাবিতে বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2025-01-03 16:59:57

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না উত্তর পাড়া এলাকার রবিন মাহামুদ ওরফে নবিন হোসেন (৩৫) নামে এক বখাটে ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে সাটুরিয়া উপজেলার গোলড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের শিমুলতলী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, জান্না উত্তর পাড়া এলালার চুন্নু মিয়ার ছেলে রবিন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে এলাকার সাধারণ মানুষদেরকে দীর্ঘদিন ধরে হয়রানি করেছে সে। একাধিকবার রাস্তাঘাট ও মানুষের বসতবাড়িতে প্রবেশ করে নারীদেরকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি তার এক প্রতিবেশীকে তার পরিচালিত এনজিও থেকে লোন দেওয়ার কথা বলে রাতে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। এরপর টাকা দেওয়ার আগেই তাকে অসামাজিক কাজের জন্য কুপ্রস্তাব দেন। এতে দুই সন্তানের জননী ওই গৃহবধূ রাজী না হলে তাকে ঘরের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে নবিন।

এলাকাবাসীরা আরও বলেন, আগে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মন যা চায় তাই করেছে নবিন। কিন্তু এখন সেই অবস্থা নেই। একটি এনজিও এর আড়ালে মূলত অবৈধভাবে সুদের ব্যবসা করছে নবিন। ধর্ষণ চেষ্টার এই ঘটনা ছাড়াও বহু যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে এই ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

এসব বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, থানায় অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর