মানিকগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2025-01-06 15:23:23

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তর পাড়া এলাকা থেকে বজু চৌধুরী (৪০) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বজু চৌধুরীর নিজ বাড়ী থেকে তার মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ওই এলাকার বিকাশ চন্দ্র শীলের ছেলে বজু চৌধুরী। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পারিবারিক কলহের জের ধরে গঁলায় ফাঁস দিয়ে বজু চৌধুরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় যথাযথ তদন্ত চলমান রয়েছে।

নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিতভাবে কোন অভিযোগ করেননি বলে জানান ওসি আল মামুন।

এ সম্পর্কিত আরও খবর