অস্ত্রের ভয় দেখিয়ে ১৪টি আমগাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2025-01-07 02:16:17

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে ১৪টি আমগাছ কেটেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ ৪৮ হাজার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ বাগান মালিক সৈবুর রহমান। এনিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গত শনিবার (৪ জানুয়ারী) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের একটি আমবাগানে এই গাছ কাটার ঘটনা ঘটে। এতে ১৪টি গাছের একাংশ কেটে ফেলে দুর্বৃত্তরা।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালটোলা গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে সৈবুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রয়েছে আমবাগানটি। গত শনিবার (০৪ জানুয়ারী) পাশের জমির মালিক মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে হাদিকুল ইসলাম, তার ভাই মনিরুল ইসলাম, হাদিকুল ইসলামের ছেলে সাকিব আলীসহ আরও ৩-৪ জন ব্যক্তি হঠাৎ করেই গাছের একাংশ কেটে ফেলে।

বাদি সৈবুর রহমান বলেন, গাছ কাটার সময় স্ত্রীর ভাই এনামুল হক গাছ কাটার খবর পেয়ে সরেজমিনে গিয়ে গাছ কাটতে বাধা দেয়। এসময় হাদিকুল, মনিরুল ও সাকিব আলীসহ তাদের লোকজনের কাছে থাকা হাসুয়া, দা, কুড়াল, করাতসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা আমার স্ত্রীর ভাইসহ আমাদের লোকজনকে আগামীতে বাধা দিতে আসলে প্রাণনাশের হুমকি দেয়।

জমির মালিক রাজিয়া বেগম বলেন, আমাদের জমিতে আমাদের বাগান। কিন্তু কোন কারন ছাড়াই আমাদের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ কাটার পরেও আমাদেরকে নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এনিয়ে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। কোন ধরনের কারন ছাড়াই হঠাৎ করে এভাবে ১৪টি আমগাছ কেটে ফেলার সুষ্ঠ বিচার চাই।

এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর