পঞ্চগড়ে তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলার ২০০৯ সালে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাবেক বিডিআর সদস্য আজিজার মাহাবুব, জিয়াউর রহমান, গণ অধিকার পরিষদের পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের যোগসাজশে ভারত পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। ভারতের বলির শিকার হয়েছি আমরা। বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে বিডিআর, বিএসএফের মারামারিতে বিডিআর জয়লাভ করেছিল তারা তা মানতে না পারায় প্রতিশোধ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড- ঘটায়। বিগত ১৬ বছরে আমাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা ও আমাদের পরিবারের সদস্যদের প্রতি অমানবিক আচরণের বিষয়ে কথা বলতে পারিনি। অবিলম্বে সকল বিডিআর চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও তাদের পরিবারের সহ বিডিআর সদস্যদের জন্য রেশন বরাদ্দ করতে হবে। পরে তারা পথচারী, যানবাহনে আরোহীসহ সকলের মাঝে তিন দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন।
তিনদফা দাবিগুলো হলো, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানা নহ সারাদেশে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকুরিতে পুনঃবহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলে বন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি এবং স্বাধীন কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ।