ঢাকা-সিলেট মহাসড়কে বাইপাস বাতিলের দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা বাতিলের দাবিতে মাধবদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে আমরা মাধবদীবাসীর আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জামায়াতে ইসলামী, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

বিজ্ঞাপন

আমরা মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, শিক্ষনুরাগী ও বিএনপি নেতা প্রকৌশলী মফিজুল ইসলাম, মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহান উল্লাহ, মাধবদী শহর জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম মাধবদী স্বেচ্চাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি আল-আমিন রহমান সহ আরো অনেক।

মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু বলেন, প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট-মাধবদীকে ধ্বংস করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি স্বার্থান্বেষী মহল এই পরিকল্পনা করে। কিন্তু লাখ লাখ মানুষের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও ঐতিহ্য ধরে রাখতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। অনতিবিলম্বে বাইপাস প্রকল্প বন্ধের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

আবু সালেহ চৌধুরী, আমান উল্লাহ আমান সহ অন্যান্য বক্তারা বলেন, দেশের ৭০ শতাংশ বস্ত্রের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাবুরহাট ও মাধবদীতে তৈরি করা কাপড়। প্রথম শ্রেণির মাধবদী পৌর শহরে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য প্রায় অর্ধশতাধিক ব্যাংক রয়েছে। রয়েছে হাজার হাজার পাওয়ার লুম-টেক্সটাইল শিল্পকারখানাসহ সুতা তৈরির মিলও। মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস নির্মিত হলে হারিয়ে যাবে কাপড়ের ঐতিহ্য। মুখ থুবড়ে পড়বে শিল্প ও বাণিজ্য। বিষয়টি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এই বাইপাস প্রকল্প বাতিল করে পূর্বের সড়ক উন্নতি করার আহ্বান জানান। অন্যাথায় বৃহত্তর কর্মসূচী পালন করবেন আমরা মাধবদীবাসী।