পুরোদমে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2025-01-16 12:43:04

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে পুরোদমে চলছে ময়দান প্রস্তুতি কাজ। ইতিমধ্যেই পুরো ময়দানে শামিয়ানা তৈরিসহ সব রকম প্রস্তুতি চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হচ্ছে শূরায়ী নেজামের (মাওলানা জুবায়ের) অনুসারীদের বিশ্ব ইজতেমা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ১৬০ একর বিশাল ময়দানে বাঁশের খুঁটি দিয়ে শামিয়ানা ও ময়দানের চারপাশে পানির চৌবাচ্চা এবং টয়লেটগুলো পরিষ্কার করা হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ানমঞ্চ।

তাবলিগ জামাত জুবায়েরপন্থী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আইনি নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সে মোতাবেক পুরো ময়দান প্রস্তুত করা হচ্ছে।


প্রতি বছরের মতো এবছরও ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার জায়গা ও বয়ান মঞ্চের জন্য বিশেষ ভাবে আয়োজন করা হচ্ছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। এ কাজে অংশ নিয়েছে তিন শতাধিক স্বেচ্ছাসেবক। আগামী ২৮ তারিখের মধ্যে ময়দান প্রস্তুতের কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকার দক্ষিণ বনশ্রী থেকে আসা মাদরাসার শিক্ষার্থী আরদিন আরাফাত ও সাইফ মাহফুজ জানান, আমরা ৭০জন শিক্ষার্থী স্বেচ্ছায় ময়দানের কাজ করতে এসেছি। ময়দান প্রস্তুত শেষে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করব।

ইজতেমা ময়দানে মূল বয়ানমঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন বার্তা২৪. কমকে বলেন, বয়ানমঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। বিগত ১৬ বছর যাবত আল্লাহকে রাজি খুশি করতে বিশ্ব ইজতেমার বয়ানমঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী শুক্রবারের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।

ইজতেমা ময়দানে সবরকম নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমার প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩১জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি (মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের) দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর