গাজীপুরের টঙ্গীতে পাজেরো গাড়ির ভেতর থেকে ৫০ কেজি গাজাসহ খোকন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত খোকন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহাম্মদ উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সড়ে ৯টার দিকে জেলার টঙ্গী থানাধীন গেট এলাকায় ওই গাড়ি থেকে গাজা উদ্ধার করা হয়। পরে গাড়িসহ চালককে আটক করে থানায় নেয় পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গীর বাটা গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজা বহনকারী ওই গাড়িটি দ্রুতগতিতে একটি রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় একটি মোটরসাইকেল চালক গাড়িটিকে ধাওয়া করলে গাড়ির গতি বাড়িয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি তল্লাশি করে পলিথিন মোড়ানো ২৫ প্যাকেটে মোট ৫০ কেজি গাজা উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ) এন এম নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।