আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ৬.৮

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-28 09:45:23

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। রোববার (১৪ জানুয়ারি) সকালে যশোরে ৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া বিভাগ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা। একই সঙ্গে প্রবাহিত হচ্ছে তীব্র বাতাস। সকালে রাজধানীর চিত্র এমনই। গত কয়েকদিন থেকে কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বাড়ছে দেশের প্রায় সব এলাকায়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, এখন পর্যন্ত যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেট জানানো হবে। গত কয়েকদিন ধরেই যশোরে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতে কাবু সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষজন খুব বেশি দেখা যাচ্ছে না। শীতের প্রকোপ থেকে বাঁচতে রাস্তায় বা বাড়ির আঙিনায় আগুন জ্বেলে ছোট-বড় সবার জড়ো হওয়ার দৃশ্য চোখে পড়ছে। গ্রামাঞ্চলে গরু-ছাগলকে উলের কাপড় কিংবা মোটা বস্তা দিয়ে ঢেকে ঠাণ্ডা নিবারণের প্রচেষ্টা চলছে।  

এ সম্পর্কিত আরও খবর