শাহ আমানতে ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-20 07:05:24

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় কাস্টম হাউসের কর্মকর্তারা এ অভিযান চালান। আটক হাটহাজারী উপজেলার আবদুস শুক্কুর (৩৬) নামের ওই যাত্রী দুবাই যাচ্ছিলেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার (ডিসি) মো. নূর উদ্দিন মিলন বার্তা২৪.কম-কে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওই যাত্রী দুবাই যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি কাঁঠাল ও দুইটি আনারসের কার্টুনে অবৈধ পণ্য রয়েছে বলে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে কাঁঠালের নিচে আলাদা একটি স্তরে বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।'

উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে-১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫০ লাখ সমপরিমাণ হবে বলে জানান নুর উদ্দিন মিলন।

এ সম্পর্কিত আরও খবর