‘ইনোভেশন মানে ডিজিটালে আটকে যাবেন না’

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 22:35:43

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘ইনোভেশন মানে ডিজিটালে আটকে যাবেন না। কতগুলো গেজেটের ব্যবহার বাড়ালেই চলবে না। মানুষের কল্যাণে যদি না আসে সেই উদ্ভাবনের প্রয়োজন নেই।’

বুধবার (১০ এপ্রিল) বিদ্যুৎ ভবনে ইনোভেশন শোকেসিং-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সমস্ত ফোকাস কিন্তু সাধারণ জনগণের কল্যাণে। এমন কোনো উদ্ভাবনের প্রয়োজন নেই যাতে মানুষের কল্যাণ নেই।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রযুক্তি মানে কি, সেভ এনার্জি, সেভ মানি। প্রযুক্তি কিন্তু থেমে নেই, প্রতিমুহূর্তে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে। না হলে পিছিয়ে পড়ব।’

তিনি বলেন, ‘আমি দেখতে চাই তেল যখন ঢুকল তখন কত দাম পড়ছে। কতজন বিদ্যুতের সংযোগ চেয়ে বসে আছে ড্যাশবোর্ডে দেখতে চাই। অনলাইনে আবেদন করে পরে অফলাইন হয়ে যায়। পরে আবেদন হারিয়ে যায়। অনলাইন মানে পুরোপুরি অনলাইন হতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘একমাত্র বিদ্যুৎ বিভাগ কয়েক বছর ধরে ইনোভেশিং নিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন। আপনাদের আরও ভালো আইডিয়া থাকতে হবে। ভবিষ্যতে আরও দ্রুত কিছু কাজ পেপার লেস করার চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর বিদ্যুতের খুঁটিতে দুনিয়ার তার ঝুলছে। দুই-তিন বছর আগে আমরা কাজ শুরু করি। একটি অপটিক্যাল ফাইবার করার জন্য। অলরেডি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। বিতরণ কোম্পানিগুলো যদি বলত তাহলে কিন্তু এসব তার ঝুলত না। আইসিটি একটি উদ্যোগ নিয়েছে, তারা সারাদেশে ইন্টারনেট সেবা সম্প্রসারণ করবে। তার কাটা পড়বে কতোকিছু হবে। এখানে আরইবির সঙ্গে কাজ করতে পারে। তাহলে আরইবির খুঁটি দিয়ে প্রতি ঘরে ঘরে নেটের সেবা পৌঁছে দিতে পারে। এতে আরইবির বাড়তি আয় হলো। আবার আইসিটির সেবা নিরাপদ হলো। এটা আরইবির লোকজন ভেবে দেখতে পারে।’

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, ‘গ্লোবালি একটা পারসেপশন রয়েছে ইনোভেশন মানেই আইসিটি। আমার মনে হচ্ছে বাস্তব জীবনের সমস্যা সমাধানে নতুন নতুন কৌশলের প্রয়োগও বড় উদ্ভাবন। ঢাকা শহরে উবার নাকি পাঠাও বেশি চলে? আমার মনে হয় পাঠাও বেশি চলে। কারণ এটা বাস্তবতার নিরিখে খুবই যুক্তিসঙ্গত। দ্রুত সময়ে পৌঁছে দিচ্ছে। সে কারণে সবকিছু বাস্তবতার নিরিখে হতে হবে।’

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ( সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন বলেন, ‘এক সময় মানুষ নানা ভোগান্তির শিকার হতো। এখন মানুষ ঘরে বসেই সেবা পাচ্ছে। আরও কিভাবে সেবা সহজলভ্য করা যায় সে বিষয়ে সবার উদ্ভাবনী মনোভাব থাকতে হবে।’

এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘উদ্ভাবনী কাজের জন্য এখন আর কোনো আর্থিক সংকট নেই। অনেক অর্থ পড়ে আছে চাওয়ার লোক নেই। আমার মনে হয় মন্ত্রণালয়গুলো টাকা চাইলেই তাদের উদ্ভাবনী চিন্তার বিকাশে সহায়তা পেতে পারেন।’

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া ইনোভেশন শোকেসিং-২০১৯ এ বিদ্যুৎ খাতের ১১টি প্রতিষ্ঠানের ২৫টি আইডিয়া প্রদর্শিত হয়। এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোম্পানিগুলোকে আরও উদ্ভাবনী ভাবনায় পরিচালিত করা। এতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির মাধ্যমে উৎসাহি হয়। একই সঙ্গে সবাইকে একই ছাদের নিচে এনে শেয়ারিংয়ের মাধ্যমে একে অপরকে সমৃদ্ধ করা। ২০১৮ সালে প্রথমবার এমন আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর