দেশের জনগণের রক্তে আওয়ামী লীগ মিশে আছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, ‘তৃতীয়বারের মতো সরকার পরিচালনা করে দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করছে। কিন্তু দলের কাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিও পদে আসীন হচ্ছেন। অবহেলিত থেকে যাচ্ছেন দুর্দিনের নেতাকর্মীরা।’
শনিবার (২০এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন হিরুর শোকসভায় তিনি এসব কথা বলেন।
নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী দলের দুর্দিনের নেতাকর্মীদের অবহেলিত, বঞ্চিত আর পিছিয়ে পড়া দেখলে পীড়া বোধ করেন। যখনই জানতে পারেন তখন সহায়তা করেন, দোয়া করেন। তিনি (প্রধানমন্ত্রী) সবসময় তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের সম্পর্কে খোঁজ রাখেন। আমাদের অনুধাবন করতে হবে, আওয়ামী লীগ টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিনিয়ত অনেকে নীতি আর আর্দশের সঙ্গে আপস করছেন। হিরু ভাই সবার ব্যতিক্রম। জীবদ্দশায় কষ্ট পেলেও দলের প্রশ্নে কারও সঙ্গে আপস করেননি। আমি সভানেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে তার পরিবারের জন্য সহায়তার জন্য আবেদন করব। ব্যক্তিগতভাবে সহায়তা করে যাব।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির, হাছান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, হেলাল আকবর, এম আর আজিম, ওহিদ সিরাজ স্বপন, প্রয়াত গিয়াস উদ্দিন হিরুর বড় মেয়ে তাব্বাসুম লতিফা সিদ্দিকী জয়।