শ্রীলঙ্কায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-09-01 07:47:03

শ্রীলঙ্কায় গির্জা, হোটেলসহ বেশ কিছু স্থাপনায় সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। এক সঙ্গে এ ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে দেড়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ নিন্দা জ্ঞাপন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, 'ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, বস্তুবাদ, জাতীয়তাবাদ ও বর্ণবাদকে উস্কানি দেয়। প্রকৃত ধর্মকে আড়াল করে এক মানবতার ও রাষ্ট্রের শত্রু বানিয়ে তোলে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনো ধর্মের ন্যূনতম সম্পর্ক নেই।'

মানুষের অধিকার ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বস্তুবাদী চেতনার পরিহারে আহ্বান জানান বক্তারা।

বিশ্ব সুন্নি আন্দোলনের ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমামের নির্দেশনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সারতাজ। এছাড়া অন্যান্যের মধ্যে এমদাদ সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, নিজাম উদ্দিনসহ প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে বিশ্বের শান্তি ও সমৃদ্ধির কামনায় মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর