চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-25 05:47:06

তালিকাভুক্ত এক আসামিকে ধরতে অভিযান পরিচালনার সময় পুলিশ ও সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই ঘটনায় এক সন্ত্রাসীসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় নগরীর কোতয়ালী থানার আছাদগঞ্জের শুঁটকিপট্টি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, আলাউদ্দীন, জাকির, শাহজাহান, সুকুমার, মাহবুব আলম, আবু হায়াত আরোফিন। গুলিবিদ্ধ সন্ত্রাসী হলেন ওয়াসিম (৩৫)।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে আহতরা শঙ্কামুক্ত।'
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, 'ওসমান পুলিশের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাকে গ্রেফতারে অভিযানে গেলে সে ও তার বাহিনী পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওসমান গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশের এসআই  (উপপরিদর্শক) মর্যাদার দুইজনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।'
 
এদিকে, সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ সন্ত্রাসী ওয়াসিমের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বার্তা২৪.কমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর