চট্টগ্রামে থাইল্যান্ডের আম কেজি ৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে। এ আম চট্টগ্রামের স্বনামধন্য মার্কেট বা ফল স্টোরে পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডের এ আম দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু।
সম্প্রতি সময়ে দেশীয় আম বাজারে এখনো আসেনি। সামনে কয়েকদিন পরে হয়ত দেশীয় আম বাজারে পাওয়া যাবে। কিন্তু বাজারে আমার চাহিদা রয়েছে। সেই চাহিদাকে পুঁজি করে এবং বাজারে আম না থাকার সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে থাইল্যান্ড থেকে আমদানি করা হচ্ছে এ আম।
ক্রেতারা বলছেন, 'এ আম দেখতে বাংলাদেশের ল্যাংড়া আমের মতো তবে রং ভিন্ন। আমগুলো দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক সুস্বাদু।'
জানতে চাইলে মোহাম্মদ সেলিম নামের এক বিক্রেতা বার্তা২৪.কম-কে বলেন, 'মাস খানেকের মধ্যে বাজারে দেশীয় আম পাওয়া যাবে। এখন কোন ধরনের আম মার্কেটে নেই। কিন্তু বাজারে চাহিদা আছে। তাই থাইল্যান্ড থেকে আমদানিকারকরা এ আম নিয়ে আসছেন।'
তিনি বলেন, 'থাইল্যান্ডের এ আম যেখানে সেখানে পাওয়া যাচ্ছে না। বড় বড় শপিং মলে পাওয়া যাচ্ছে। দাম ৭০০ টাকা।'
তিনিও ৭০০ টাকা কেজির দরে বিক্রি করছেন বলে জানান।