চট্টগ্রামে বাজার মনিটরিংয়ের সময় জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস বিক্রির বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে মাংস বিক্রেতা হাচি মিয়া পলাতক রয়েছে। এলাকাবাসী জানায়, জলাতঙ্কে আক্রান্ত অসুস্থ একটি গরু ১২ হাজার টাকায় ক্রয় করে নেন হাচি মিয়া। কম দামে পাওয়া গুরুটি জবাই করে বাজারে বিক্রি করছিলেন। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় বিষয়টি জানাজানি হলে বাজারে অভিযানে নামে উপজেলা প্রশাসন। পরে অভিযান চালিয়ে ১০ কেজি মাংস উদ্ধার করা হয়।
জানতে চাইলে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বার্তা২৪.কমকে জানান, একজন বিক্রেতা জলাতঙ্কে আক্রান্ত একটি মাংস বিক্রি করছেন এমন তথ্য আসার পরে আমরা অভিযান চালাই। কিন্তু এর আগে বিক্রেতা হাচি মিয়া ব্যবসা রেখে সটকে পড়েন। তবে প্রতারণার দায়ে তাকে কাঁচাবাজারে আর ব্যবসা করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ‘ক্ষতিকর ভাইরাসবহনকারী এ মাংস না খাওয়ার জন্য স্থানীয়দের অনুরোধ করেছি।’