অন্যায় করলে রেহাই নেই: মেয়র নাছির

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম | 2023-08-25 02:38:27

সরকার সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নির্মূলে বদ্ধপরিকর উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, কেউ অন্যায় করলে ছাড় পাবেন না। সরকার দলীয় হলেও অন্যায় যে করবে তার রেহাই নেই।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে নগরী অক্সিজেন মোড়ে আরব সিটি সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আজম নাছির উদ্দিন বলেন, ‘মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত সড়কের সংস্কার হবে। ফলে অক্সিজেন এলাকার গুরুত্ব আরও বাড়বে। এখানে আধুনিক মার্কেট তৈরি হলে এলাকার সময় উপযোগী উন্নয়ন হবে।

কোনো অন্যায় আবদার করে ব্যবসা বাণিজ্য করা যাবে না জানিয়ে মেয়র বলেন, সঠিক পণ্য সরবরাহ করতে হবে। সঠিক মান বজায় রাখতে হবে। কাউকে ঠকানো যাবে না।  কারো হক নষ্ট করা যাবে না।

তিনি বলেন, চট্টগ্রাম নগরটি আমাদের। নগরকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের। আরব সিটি সেন্টার প্রকল্প বাস্তবায়ন হলে এ এলাকা আরও আলোকিত হবে।

আবদুর নবী লেদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইলিয়াছ, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, আবদুল কাদের জিলানী, জসিম উদ্দিন, আবুল বশর প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর