‘বাসিন্দাদের সহযোগিতা ছাড়া ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধ অসম্ভব’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 16:33:23

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'আমরা সিটি করপোরেশন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও শুধু বাসিন্দাদের সহযোগিতা না থাকায় চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হচ্ছি না। তাই আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ যাতে না ছড়াতে পারে, সেজন্য আগাম প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সব বাসিন্দাদের সহযোগিতা প্রত্যাশা করছি।'

সোমবার (২৯ এপ্রিল) গুলশান ২ -এ ডিএনসিসি কার্যালয়ে 'ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক মশা নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, 'ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমরা প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। সেই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বাহক মশা যাতে বংশবিস্তার না করতে পারে সেজন্য নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে এবং আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করছেন প্রতিটি ওয়ার্ডে, কিন্তু তারা শুধুমাত্র সড়ক এবং বাড়ির সামনের অংশে যে সব ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করছে। বাসা বাড়িতে কিংবা বাসাবাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার করার মতো সুযোগ তাদের নেই। এজন্য বাসিন্দাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই আসন্ন বর্ষা মৌসুমের আগেই চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।’

মেয়র জানান, 'আমরা আগামী ৫ মে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে সব মসজিদের খতিবদের দাওয়াত করেছি। তাদেরকে বিস্তারিত জানালে তারা মুসল্লিদের এ বিষয়ে সচেতন করবেন। সেইসঙ্গে স্কুল কলেজ এ বিষয়ে কর্মশালা আয়োজন করব; যাতে তারাও তাদের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে পারে।'

আতিকুল ইসলাম জানান, 'এখন থেকে প্রতি বছর মেয়রের অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেসব ওয়ার্ড কাউন্সিলর মশামুক্ত করাসহ বাসিন্দাদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন, সেই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা করা হবে। পাশাপাশি ওই কাউন্সিলরকে পুরষ্কৃত করা হবে।’

মতবিনিময় সভায় মশক নিধন নিয়ে আলোচনা করেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, কিটতত্ত্ববিদ ড. মনজুর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, রোগতত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী এব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নিবার্হী মো. আব্দুল হাই প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর