প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পাঁচ অনুশাসন

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 01:38:49

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পাস হওয়া প্রকল্প বাস্তবায়নে পাঁচ দফা অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে তিনি এসব অনুশাসন দেন।

অনুশাসনগুলো হলো-

১. প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে হবে।

২. গ্যাস উত্তোলনের জন্য পাইপ লাইন যে জমির উপর দিয়ে যাবে তা চিহ্নিত করে রাখতে হবে, যাতে তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

৩. পুরান ঢাকায় কোনো কেমিক্যালের গোডাউন থাকতে পারবে না।

- পুরান ঢাকার ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে বিসিকের কেমিক্যাল গোডাউনের জমি বরাদ্দ দিতে হবে। এ জমি অন্য কোনো কাজে যেন ব্যবহার না হয়, সেদিকে নজর দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত জমি বরাদ্দ দেওয়া যাবে না।

৪. শিশুরা যেন খেলার মধ্য দিয়ে শিখতে পারে, এরকম শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

- কারিগরি ও পেশাগত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। সব বিভাগের শিক্ষার্থীরা যেন কারিগরি বা পেশাগত শিক্ষা দ্রুত নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে।

৫. সরকারি ভবন খোলামেলাভাবে করতে হবে। এয়ার কন্ডিশনের (এসি) ব্যবহার কম করতে হবে।

আরও পড়ুন: একনেকে সাত প্রকল্প অনুমোদন

এ সম্পর্কিত আরও খবর