করতোয়া নদী থেকে 'নারীর' বিচ্ছিন্ন কবজি উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দুই হাতের বিচ্ছিন্ন কবজি উদ্ধার করছে পুলিশ।

শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে পলিথিন কাগজে মোড়ানো কবজি দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীর বেইলী ব্রীজের নিচে একটি পলিথিনে ব্যাগ নদীতে ভেসে ভেসে যাচ্ছিল।এসময় স্থানীয় কয়েকজন কিশোর ব্যাগটি পাড়ে তুলে খুলে দেখতে পায় লাল রংয়ের কাপড়ে মোড়ানো হাতের দুইটি কবজি। পরে পুলিশ খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করে।

তিনি আরো জানান, কবজি দুটি কোন এক নারীর। কে-বা-কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। এজন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচয় সনাক্তের জন্য সিআইডির একটি টিম ঢাকা থেকে রওনা করেছে।

কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।