সাড়ে ৩ লাখেরও বেশি পাস করতে পারেনি

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 08:04:27

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়েছে। বাকি তিন লাখ ৭৮ হাজার ৬৫০ জন ফেল করেছে।

এদিকে গতবছরের তুলনায় এবার পাসের হার ৪.৪৩ শতাংশ বেড়েছে। এবার পাসের হার ৮২.২০ শতাংশ। গতবার যেটি ছিল ৭৭.৭৭ শতাংশ।

পাসের হার বাড়লেও গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর হার কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন। যা গত বছর ছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছরের তুলনায় এবার ৫ হাজার ৩৫ জন জিপিএ-৫ কম পেয়েছে।

সবমিলিয়ে, ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে আট লাখ ৮২ হাজার ২২৪ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন পাস করে।

আটটি শিক্ষাবোর্ডে পাসের হার- রাজশাহীতে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ শতাংশ ও বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে, মাদরাসা বোর্ডে পাসের হার ৮৩.০৩ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৭২.২৪ শতাংশ।

উল্লেখ্য, সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফল প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও খবর