ঢাকা অফিসার্স ক্লাব ক্যান্টিনকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 10:07:07

অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, বাসি খাবার সংরক্ষণ এবং কাপড়ে ব্যবহৃত রং খাবারে মিশ্রণের অপরাধে ঢাকা অফিসার্স ক্লাব ক্যান্টিনকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১২ মে) দুপুরে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল।

আব্দুল জব্বার মন্ডল বার্তা২৪.কমকে বলেন, ‘নোংরা পরিবেশে খাবার তৈরি, ক্ষতিকর রং ব্যবহার, পুরাতন তৈল দিয়ে রান্না করার অভিযোগে অফিসার্স ক্লাব ক্যান্টিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এছাড়া শান্তিনগরে অবস্থিত বিভিন্ন ফলের দোকান ও মুদি দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এপিবিএন ১১ এর সদস্যদের সার্বিক সহযোগিতায় এ অভিযান চালানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সম্পর্কিত আরও খবর