অবৈধ ভবন নির্মাণ বন্ধে দুদকের নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 01:16:13

রাজউক বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীতে  অভিযান চালিয়েছে দুদক।

রোববার(২৬ মে) বেইলি রোডের একটি সড়কে তিন ভবন মালিক কর্তৃক বিধি লংঘন করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, এমন অভিযোগে দুদক এনফোর্সমেন্ট টিম রাজউক জোন-৬ এর প্রতিনিধিদের সমন্বয়ে সরেজমিন অভিযান পরিচালনা করে।

দুদক দল ও রাজউক ভবনটির পরবর্তী নির্মাণ কার্যক্রম বন্ধ করার জন্য নোটিশ প্রদান করে।

এছাড়া ১৯, ২০, ২১ ও ২২ নিউ বেইলী রোডের রাস্তার শেষ প্রান্তে বিধিবহির্ভূতভাবে নির্মিত ডিপ টিউবওয়েলটি উচ্ছেদেও নোটিশ প্রদান করা হয়।

এদিকে হবিগঞ্জের আধুনিক জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ- এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। হাসপাতালে পৌঁছানোর আগেই দুদক টিম এর উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। এসময়  এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন ত্রুটিপূর্ণ পাওয়া যায়। দুদক টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবিলম্বে মেশিনগুলো পরিবর্তন করে হালনাগাদ মেশিন দিয়ে টেস্ট করানোর পরামর্শ প্রদান করে। এছাড়াও কাউন্টারে বিশৃংখলা ও হয়রানি নিরসনে অধিক লোক মোতায়েনের সুপারিশ করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর