অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে গুজব রটানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 09:55:52

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একজন সাধারণ মানুষ, একজন শ্রমিকসহ সবাই জানে ব্রিজ তৈরি করতে মানুষের শির লাগে না। তারপরও কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিশ্চয়ই তাদের কোন উদ্দেশ্য আছে। মানুষের মধ্যে আতঙ্ক আর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই গুজব রটানো হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছেলে ধরার ঘটনা নিছকই একটি গুজব। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাদের যে উদ্দেশ্যই থাকুক না কেন, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা অস্থিতিশীল পরিবেশ-যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিকভাবে কতটুকু অবক্ষয় হলে আমাদের এ রকম ঘটনা দেখতে হয়। আমার মনে হয় না, পৃথিবীর অন্য কোন দেশে এ ধরনের ঘটনা ঘটেছে। ভাবা যায়, একজন প্রতিবন্ধী, এনজিও কর্মী, সন্তানকে স্কুলে ভর্তি করতে যাচ্ছেন মা- তাদের এমন গণপিটুনির শিকার হতে হচ্ছে। 

তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কেউ যেন এমন গুজবে কান না দেন।

এ সম্পর্কিত আরও খবর