সময়মতো হ‌লে বিমান নয়, নৌকায় ওষুধ আনা যেত: মেনন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 12:55:24

ওয়ার্কার্স পা‌র্টির সভাপ‌তি রা‌শেদ খান মেনন ব‌লে‌ছেন, ‌'সি‌টি ক‌রপোরেশন আজ ব‌লে বেড়া‌চ্ছেন, তারা বিমা‌নে ক‌রে মশা মারার ওষুধ আন‌বেন। কিন্তু সময়মতো এসব ওষুধ আনার পদ‌ক্ষেপ হা‌তে নি‌লে বিমা‌নে নয় বরং নৌকা ক‌রে ওষুধ আনা সম্ভব হ‌তো।'

বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে ডেঙ্গু প্র‌তি‌রো‌ধে কার্যকারী পদ‌ক্ষেপ গ্রহণ এবং সামাজিক অস্থিরতা শীর্ষক আলোচনা সভায় এসব কথা ব‌লেন তিনি।

‌তি‌নি ব‌লেন, 'যখন ইন্দোনেশিয়া, ফি‌লিপাইনে মশা‌র উপদ্রুব‌কে জাতীয় দু‌র্যোগ ঘোষণা করা হ‌য়ে‌ছে, তখন এ দেশে মশা নি‌য়ে আনন্দ হ‌চ্ছে। ঢাকা দক্ষিণ যে ওষুধকে অকার্যকর ঘোষণা করা হ‌চ্ছে, ঢাকা উত্তর সি‌টি সে ওষুধ ব্যবহার কর‌ছে। আবার ঢাকা উত্তর যে ওষুধকে অকার্যকর ঘোষণা করা হ‌চ্ছে, ঢাকা দক্ষিণ সি‌টি সে ওষুধ ব্যবহার কর‌ছে। মশা মারার ওষুধ নি‌য়ে যে অবস্থার তৈরি হ‌য়ে‌ছে, তা দ্রুত তদন্ত ক‌রে দেখ‌তে হ‌বে।'

‌মেনন ব‌লেন, 'আমরা যখন তরুণ ছিলাম, কোনো সমস্যা হ‌লে লা‌ফি‌য়ে পড়তাম। দে‌শে কোনো দু‌র্যোগ দেখা গে‌লে আমরা সবাই মি‌লে কাজ করতাম। আজ‌কের তরুণরা কী ক‌রে? তারা মানববন্ধ‌নে দাঁড়ায়। মানববন্ধন ক‌রে দুই একটা ছবি তু‌লে কাজ শেষ। আর কাউ‌কে খুঁজে পাওয়া যায় না। আপনারা হা‌বিবুল্লাহার ক‌লে‌জের নাম শু‌নে‌ছেন, কিন্তু তা‌কে দে‌খেননি। তি‌নি পাকিস্তান পি‌রিয়‌ডের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। সে সময় তি‌নি এ মশার বিরু‌দ্ধে তিন মা‌সের জন্য যুদ্ধ ঘোষণা ক‌রে দেশ‌কে মশা মুক্ত ক‌রে‌ছেন।'

এ সময় প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য মোহাম্মদ না‌সিম। অনুষ্ঠানে বাংলা‌দেশের সাম্যবাদী দ‌লের (এম.এল) সাধারণ সম্পাদক দি‌লীপ বড়ুয়ার সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য লুতফর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘প্লেনে করে নতুন ওষুধ আনব’

এ সম্পর্কিত আরও খবর