ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার দাবিতে মানববন্ধন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-28 01:11:56

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ন বিরোধী নারী মঞ্চ।

রোববার (৪ আগস্ট) দুপুরে রংপুর সিটি করপোরেশন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধন সমাবেশ থেকে ডেঙ্গু-চিকনগুনিয়ার বিস্তার রোধে সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, 'ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এসব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন থেকে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া জরুরি।

এ সময় রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে সবখানে মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটিয়ে দেয়ার দাবি জানান তারা।

শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ রায়, সদস্য সবুজ রায়, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার, সুলতানা আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মেয়র এডিস মশা নিধনে সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন।

এ সম্পর্কিত আরও খবর