সড়কে ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 15:55:05

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়ক পরিবহন ব্যবস্থা আমার মন্ত্রণালয়ের অধীনে। এই মন্ত্রণালয়ের ক্ষমতাসীন ব্যক্তি হিসেবে আমি দায় এড়াতে পারি না। সড়কপথে ঈদযাত্রায় ভোগান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাচ্ছি।’

দেশজুড়ে বিভিন্ন মহাসড়কের বিভিন্ন জায়গায় কোরবানির পশুর হাট বসার কারণে সমস্যা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

আসন্ন ঈদ উপলক্ষে রোববার (১১ আগস্ট) ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন ও বাস মালিক শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিমের কার্যক্রম উদ্বোধন ও ঈদযাত্রা নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

সারাদেশে সড়ক ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে ভোগান্তির চিত্র সারাদেশে এক নয়। জ্যাম কী কারণে হচ্ছে সেটা বুঝতে হবে। রাস্তা চার লেন, কিন্তু সেতু দুই লেন, তখনই সমস্যাটা হয়।’

তিনি বলেন, ‘রংপুর পর্যন্ত চার লেনের পরিকল্পনা আছে, সেটা হয়ে গেলে এ সমস্যা হবে না। আর নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। ফলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। একসাথে অনেক মানুষ যাত্রা শুরু করে, এই চাপ হাইওয়ে পুলিশের পক্ষে সামলানো সম্ভব নয়। তবে চেষ্টা চলছে পরিস্থিতি উন্নত করার।’

ম্যানুয়াল ব্যবস্থায় টোল আদায় করা হচ্ছে এই ব্যবস্থাটিকে ডিজিটাল করা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সকল টিমকে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হছে। এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত আসছে।’

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কাদের বলেন, ‘কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন অভিযোগ পেলে ভবিষ্যতে গাড়ি জব্দসহ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় দুটি বাস কাউন্টার ঘুরে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় দুটি কাউন্টার বন্ধসহ ১২টি বাসকে ২০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দেন মন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর