বৃষ্টিতে রাস্তায় রাত কাটিয়েছেন ঘরপোড়া বস্তিবাসী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 17:01:17

রাজধানীর মিরপুর-৭ এর চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে আগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চারদিকে এখন শুধুই পোড়া গন্ধ। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন বস্তিবাসী।

আরও পড়ুন: বস্তিতে অগ্নিকাণ্ড: বাতাসে এখনো পোড়া গন্ধ

খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন সবাই। বৃষ্টি শুরু হলে কেউ কেউ আশপাশের বাসা-বাড়ির গ্যারেজে ডেকে নেন তাদের। তবে বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে রাত পার করেছেন অনেকে।

আগুনে ক্ষতিগ্রস্ত তাসনুর (১৮) বার্তাটোয়েন্টিফোরকে বলেন, ‘আগুন লাগলে জান বাঁচাতে চার বছরের ছেলে সুমনকে নিয়ে এক কাপড়ে বের হয়ে আসি। আমার সব শ্যাষ হইয়া গেছে। রাতে রাস্তায় ঘুমাইছি। পরে এক বাড়িওলা তাদের গ্যারেজে ডাইক্কা নিছে। পরের বাসায় কাজ করি। এখন আমি কই থাকমু।’

আরও পড়ুন: সন্তান কোলে নিয়ে অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তা ইয়াসমিনের

আগুনে ক্ষতিগ্রস্ত জাহানারা (৭০), কুলসুম (২৫), ইয়ানূররা (৩০) বলেন, আমগো মতো অনেক মানুষই রাস্তায় ঘুমাইছে। আমাগো কিচ্ছু নাই সব শ্যাষ হইয়া গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের সময় পানি সংকটে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। পরে বস্তির আশেপাশের বাসাবাড়ির রিজার্ভ ট্যাংক থেকে পানি সরবরাহ করা হয়। এছাড়া ওয়াসার গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়।

আরও পড়ুন: তিন হাজার ঘরের বস্তি এখন ধ্বংসস্তূপ

এ সম্পর্কিত আরও খবর