পঁচা মাছ-মাংস বিক্রির দায়ে মিনা বাজারকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-28 22:47:34

 ঢাকা: পঁচা মাছ ও মুরগির মাংস বিক্রির অভিযোগে  সুপার শপ মিনা বাজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


বুধবার (৩০ মে) দুপুরে রাজধানীর লালবাগের সলিমুল্লাহ এতিমখানার পাশের আউটলেটে এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আউটলেটটির বিরুদ্ধে মাছ মাংস ছাড়াও বিএসটিআইয়ের অনুমোদনহীন সফট ড্রিংকস বিক্রির অভিযোগও আনা হয়।

অভিযান শেষে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, মিনাবাজারের এই আউটলেটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পঁচা মাছ, মাংস, আপেল, লিচু ছাড়াও বেশ কিছু ফলমূল পাওয়া যায়। তাছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া  আউটলেটটিতে সফট ড্রিংকস ও জুস বিক্রি করা হচ্ছিল বলেও জানান তিনি।

এর আগে ২৩ মে মিনাবাজারের শান্তিনগর আউটলেটে গরুর মাংসের দামের সঙ্গে কলিজার দামের পার্থক্য ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সফট ড্রিংকস বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর