সর্বহারা পরিচয়ে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে হুমকি

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 15:12:01

চাঁদা দাবি করে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে সর্বহারা (এলএমএল লাল ফৌজ) নেতা পরিচয়ে মোবাইলে কল করে তাকে এ হুমকি দেওয়া হয়।

মোহাম্মদ আলী সরকার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘দুপুরের দিকে একটি বাংলালিংক নম্বর থেকে আমার মোবাইলে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে সর্বহারা (এলএমএল লাল ফৌজ) নেতা পরিচয় দিয়ে তিনি আমার কাছে টাকা দাবি করেন। আমি টাকা দিতে অপরাগতা জানালে তিনি আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি মৌখিকভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে জানিয়েছি। পুলিশ কমিশনার আমাকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

জেলা পরিষদ চেয়ারম্যান আরও জানান, গত কয়েকদিন ধরেই রাজশাহীর বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ীকে একইভাবে হুমকি দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীরা পুলিশকে জানালেও ভয়ে বিষয়টি গোপন রাখছেন। তবে তিনি হুমকিপ্রাপ্ত ব্যবসায়ীদের আইনের আশ্রয় নিতে বলেছেন।

এদিকে, রাজশাহীর একজন ঠিকাদারকেও একই নম্বর থেকে কল করে সর্বহারা পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘দুপুরে কল করে সর্বহারা পরিচয় দেয় এক ব্যক্তি। আমি ফোনের লাউড স্পিকার অন করলেই ওপার থেকে ওই ব্যক্তি বিষয়টি বুঝে ফেলেন। এরপর ধমক দিতে থাকেন। আমাকে এবং আমার পরিবারের সদস্যদের তিনি ক্ষতি করবেন বলে হুমকি দিয়ে ফোন কেটে দেন।’ ওই ব্যবসায়ী বিষয়টি রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে, আরএমপি সূত্র জানায়, গত তিন চার দিন ধরে কয়েকটি নম্বর ব্যবহার করে সর্বহারা পরিচয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ তারা পেয়েছেন। তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধীদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘একজনকে ব্যবসায়ীকে মোবাইলে সর্বহারা পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছি। তবে সর্বহারাদের তেমন কোনো কার্যক্রম নেই রাজশাহীতে। কিছু টাকা হাতিয়ে নিতে ওই ব্যবসায়ীকে এই ধরনের হুমকি দিয়ে থাকতে পারে অপরাধী চক্র। আমরা বিষয়টি তদন্ত করে চক্রকে শনাক্তের চেষ্টা করছি।'

এ সম্পর্কিত আরও খবর