মানুষে মানুষে যোগাযোগ গুরুত্বপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:38:46

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, 'মানুষে মানুষে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। সার্কের এমন টুর্নামেন্ট এ অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করবে।'

রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে শেখ কামাল মেমোরিয়াল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'ধর্ম বর্ণ জাতপাতের ভিত্তিতে পরিচয়কে মুছে দিয়ে মানুষের পরিচয়ে বিশ্ব এগিয়ে যাবে। শেখ কামালের নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় খুব যথার্থ হয়েছে। কারণ তার চেয়ে বড় খেলা অনুরাগী কেউ নেই।'

মানুষে মানুষে যোগাযোগ গুরুত্বপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিবিএসএফ এর সেক্রেটারি সৈয়দ মাহমুদ বলেন, 'বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ পাঁচটি দেশ এবারে অংশ নিচ্ছে। আগামীতে আরও দেশ সংযুক্ত হবে বলে আশা করি।'

ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ বলেন, 'খেলার মাধ্যমে ঢাকা ক্লাব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে চলেছে।'

টুর্নামেন্টে ১২ জন খেলোয়াড় অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশের চার জন এবং বাকি দেশগুলোর দুই জন করে আট জন অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবেন ২৫০০ মার্কিন ডলার। দ্বিতীয় স্থান অর্জনকারী ১৫০০ ডলার, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী পাবেন ৫০০ ডলার করে।

এ সম্পর্কিত আরও খবর