রাজশাহীতে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-18 03:47:26

রাজশাহীতে জয় কুমার সরকার (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ট্রাফিক পুলিশের অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত জয় কুমারকে গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নগরীর কাশিয়াডাঙ্গা চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক অফিসে ফিরছিলেন কনস্টেবল জয় কুমার। ট্রাফিক অফিসের গেটে ঢোকার সময় পেছন দিক থেকে তাকে ধারালো দা দিয়ে কোপ দেয় অজ্ঞাত এক ব্যক্তি। পরে জয় কুমারের কাছ থেকে একটি হেলমেট নিয়ে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

তিনি আরও বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেছে- ঘটনার সময় ওই ব্যক্তির পরনে টি-শার্ট ও লুঙ্গি ছিল। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছবিতে বেশভূষায় তাকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তবে সে কোনো জঙ্গি সংগঠনের কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।’

এ সম্পর্কিত আরও খবর