ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী ও প্রতিনিধিরা বৈঠকে বসেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকালে তৃতীয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ব্লু-ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারপরেই তিনি আগত অতিথির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর পরেই সাড়ে ১২টার সময় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেন, সমুদ্রে নিরাপত্তা জোরদার করা একটি বড় চ্যালেঞ্জ। ভারতীয় মহাসাগরে সন্ত্রাস ও মাদকপাচার রোধে সকলকে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন বলেন, সমুদ্রকে পরিচ্ছন্ন রাখতে অস্ট্রেলিয়া কঠোরভাবে নিয়ম পালন করে যাচ্ছে। সমুদ্র দুষণের ফলে নারী শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়।উপকূলীয় অঞ্চল রক্ষার্থে আমাদের এক সঙ্গে কাজ করে যেতে হবে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) গঠন করার ফলে আমার দেশ বেশ উপকৃত হয়েছে। তবে এটিকে আরো যুগোপযোগী করতে নতুন নতুন পলিসি নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা, সিসিলির পররাষ্ট্রমন্ত্রী বেরি ফর, কেনিয়ার কৃষি ও মৎস্যমন্ত্রী মাওয়াংগী কিউনজুরি, মরিশাসের সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রী প্রেমদূত কুঞ্জ, মাদাগাস্কারের কৃষিমন্ত্রী রানা রিভেলো ফানোমেজানসোয়া-লুসিয়ান, মালদ্বীপের মেরিন রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার হাসান রশিদ, সাউথ আফ্রিকার পরিবেশ বন ও মৎস্যমন্ত্রী মাখোত্সু মাগদিলিন-সাথিউ, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল কাদির আহমেদ খায়ের আবদি, থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা (ডেপুটি মিনিস্টার) পর্নপিমল কাঞ্চানালাক, কমোরসের পররাষ্ট্রমন্ত্রী সাউফ মোহাম্মেদ আল আমিন প্রমুখ এ বৈঠকে অংশ নিয়েছেন
এ সম্মেলনে আইওআরএ-এর ২২টি সদস্য রাষ্ট্র এবং ৯টি ডায়ালগ পার্টনারসহ মোট ৩১টি রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। সম্মেলনে বিভিন্ন দেশের সাত জন পররাষ্ট্রমন্ত্রীসহ ১২ জন মন্ত্রী অংশ নিচ্ছেন।
আইওআরএর সদস্য দেশ হল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কোমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।