স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট: দোষ নেই দাবি ডেসকোর

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 04:05:10

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ডেসকোর (ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি) কোনো দায় নেই। স্টেডিয়ামের ইন্টারনাল সিস্টেমে সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়ে থাকতে পারে।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে এমন তথ্য নিশ্চিত করেছেন ডেসকোর পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী (ওঅ্যান্ডএম) জাকির হোসেন। তিনি বলেন, 'আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের সাবস্টেশন থেকে তাদের ট্রান্সফরমার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে থাকি। আর স্টেডিয়াম কর্তৃপক্ষ ভেতরের পার্ট পরিচালনা করে থাকে। বিদ্যুৎ সরবরাহ ঠিক ছিল। তাদের ইন্টারনাল সমস্যার কারণে বিভ্রাট হয়েছে।'

ফ্লাড লাইট একবার বন্ধ হয়ে গেলে কয়েক মিনিট লাগে চালু করতে। সঙ্গে সঙ্গে পাওয়ার পেলেও পাঁচ মিনিট সময় লাগে আলো জ্বলতে।

জাকির হোসেন বলেন, 'আমাদের একটি টিম অনুমতি নিয়ে স্টেডিয়ামের ভেতরে গেছে। ফিরে আসলে বিষয়টি জানা যাবে।'

মিরপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাফিজার রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমাদের দুই জন কর্মকর্তা সার্বক্ষণিক দেখভাল করছেন। আমাদের পার্টে কোনো সমস্যা হয়নি। পাওয়ার সরবরাহ সঠিক ছিল, কিন্তু ফ্লাড লাইটের সুইস স্টেশনে কোনো সমস্যার কারণে এমনটি হয়ে থাকতে পারে।'

জিম্বাবুয়ের ইনিংসের ১৭ নম্বর ওভারের খেলা চলার সময় এ ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় জিম্বাবুয়ের স্কোর ছিল ৫ উইকেটে ১৩৫ রান। বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ ছিল ১২ মিনিট।

আরও পড়ুন: বিদ্যুৎ বিভ্রাট, মাঠ অন্ধকার, খেলা বন্ধ!

এ সম্পর্কিত আরও খবর