রাজশাহীতে বাসের ধাক্কায় পা হারিয়েছেন সুলতান ইসলাম (৫৫) নামের এক ভ্যানচালক।
দুর্ঘটনার পর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অপারেশন করে তার পা কেটে ফেলা হয়।
আহত সুলতান দুর্গাপুর উপজেলার পালি এলাকার মোন্নাফের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় আহত হন তিনি।
সুলতানের স্ত্রী রিনা খাতুন জানান, বুধবার সকালে সুলতান দুর্গাপুরের একটি খামার থেকে ডিম নিয়ে রাজশাহীর সাহেব বাজারে যাচ্ছিলেন। পথে বিনোদপুর এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নাটোরগামী উর্মি পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পা গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, 'বুধবার তাকে হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার সকালের দিকে তার ডান পা অপারেশন করে কেটে ফেলতে হয়েছে। তার পা রাখার মতো কোনো অবস্থাতেই ছিল না। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে রক্ত দিতে হচ্ছে।'
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, 'দুর্ঘটনার পর পুলিশ অভিযানে নামে। পরে বুধবার রাতেই ঘাতক বাসটি জব্দ করে। এখন চালককে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।'