চার মিনিট বিদ্যুৎহীন শাহজালাল বিমানবন্দর

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 15:28:52

চার মিনিট বিদ্যুৎহীন ছিল দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায় বিমানবন্দরের।

এতে করে বিমানবন্দরের চেক ইন কাউন্টারগুলোর কম্পিউটার বন্ধ হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এয়ারলাইন্সের অফিসগুলো। গত ৩ সেপ্টেম্বরও বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছিল শাহজালাল বিমানবন্দর।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ডেসকোর মূল লাইনে সমস্যা দেখা দেওয়ায় এ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। পরে বিকল্প লাইন দিয়ে পুনরায় বিমানবন্দরের বৈদ্যুতিক লাইন সচল করা হয়।

অবশ্য ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সারোয়ার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের বিদ্যুৎ সরবরাহের লাইনে কোনো সমস্যা নেই। তারা বিমানবন্দরের সাব-স্টেশন পর্যন্ত সংযোগ দেন। সেখান থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কোনো সমস্যা হলে তা তাদের অংশ থেকে হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর