রংপুরে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে: রিটার্নিং কর্মকর্তা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-24 22:10:27

ভোটের পরিবেশ সুষ্ঠু নেই বলে বিএনপি প্রার্থী রিটা রহমানের করা অভিযোগ নাকচ করেছেন রিটার্নিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন।

তিনি বলেন, ‘রংপুর-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রংপুর অঞ্চলের আঞ্চলিক এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘ভোট উৎসবমুখর পরিবেশে হচ্ছে। ভোটারদের উপস্থিতি বাড়ানো ও উৎসাহ যোগাতে মক ভোটিং, প্রচার প্রচারণা করা হয়েছিল। এছাড়াও ইভিএম নিয়ে কোনো সমস্যা হলে কারিগরি টিম প্রস্তুত রয়েছে।

তবে ভোটার উপস্থিতি কম নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

জানা গেছে, ১৭৫টি কেন্দ্রের ৯৪০টি স্থায়ী এবং ৮৩টি অস্থায়ী মোট ১ হাজার ২৩ টি কক্ষে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণের জন্য ১৭৫ জন প্রিসাইডিং অফিসার, ১ হাজার ২৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২ হাজার ৪৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করাসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।

আরও পড়ুন: ভোটের মাঠ সুষ্ঠু নয় অভিযোগ বিএনপি প্রার্থী রিটার

এ সম্পর্কিত আরও খবর