ঈদে যানজট নিরসনে পুলিশের সমন্বিত উদ্যোগ

, জাতীয়

  কান্ট্রি ডেস্ক,বার্তা২৪.কম   | 2023-08-24 14:33:07

 

গাজীপুর: ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ড.জাবেদ পাটোয়ারী।

বুধবার (১৩ জুন) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি একথা কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ, রিজার্ভ পুলিশ এবং হাইওয়ে পুলিশ সব মিলিয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা থেকে বেরিয়ে যাবার পথে পুলিশ মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত জনবল দিয়ে বিশেষ আয়োজন করা হয়েছে।

বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যাতে করে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করা যায়। এর বাইরে রয়েছে ওয়াচ টাওয়ার ও চেকপোস্ট। সবকিছু মিলিয়ে মানুষ নির্বিঘ্নে তাদের গ্রামে ফিরতে পারবে। রাতে যারা যাতায়াত করবে তাদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইজিপি বলেন, এক্ষেত্রে যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও খবর