গ্রেফতার ৩ আসামির রিমান্ড চাইবে ডিবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 18:22:09

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার (৮ অক্টোবর) গ্রেফতার হওয়া তিনজনের ১০ দিন করে রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির ও আকাশ হোসেন।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের নামে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: আবরার হত্যার ঘটনায় ৬ জন আটক

এদের মধ্যে সোমবার (৭ অক্টোবর) গ্রেফতার হন ১০ জন। তারা হলেন- মেহেদী হাসান, সি. ই বিভাগ (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৩ তম ব্যাচ), মুহতাসিম ফুয়াদ (১৪-ব্যাচ, সিই বিভাগ), অনিক সরকার (১৫ তম ব্যাচ), মেহেদী হাসান রবিন (কেমিক্যাল বিভাগ,১৫ তম ব্যাচ), ইফতি মোশারফ হোসেন (বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং,১৬ তম ব্যাচ), মনিরুজ্জামান মনির( পানি সম্পদ বিভাগ,১৬ তম ব্যাচ), মেফতাহুল ইসলাম জিয়ন(মেরিন ইঞ্জিনিয়ারিং,১৫ তম ব্যাজ, মাজেদুল ইসলাম (এম এম ই বিভাগ, ১৭ তম ব্যাচ), মোজাহিদুল (ইইই বিভাগ, ১৬ তম ব্যাচ) , তানভীর আহমেদ (এম ই বিভাগ, ১৬ তম ব্যাচ), হোসেন মোহাম্মদ তোহা (এম ই বিভাগ, ১৭ তম ব্যাচ), জিসান (ই ই ই বিভাগ, ১৬ তম ব্যাচ), আকাশ (সি ই বিভাগ,১৬ তম ব্যাচ), শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ,১৭ তম ব্যাচ), শাদাত ( এম ই বিভাগ, ১৭ তম ব্যাচ), তানীম (সি ই বিভাগ, ১৭ তম ব্যাচ), মোর্শেদ (এম ই বিভাগ, ১৭ তম ব্যাচ), মোয়াজ, মনতাসির আল জেমি (এম আই বিভাগ)।

আরও পড়ুন: আবরারকে পেটানোর কক্ষে চাপাতি ও স্ট্যাম্প

অন্য তিনজনকে মঙ্গলবার (৮ অক্টোবর) গ্রেফতার করা হয়। তারা হলেন- শামসুল আরেফিন রাফাত (২১), মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেন (২১)। গ্রেফতার মনিরুজ্জামান মনির বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আকাশ একই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এবং শামসুল আরেফিন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন: বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

এ সম্পর্কিত আরও খবর