এমআরটি প্রকল্পে রেল-বাস দুটোই রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 09:10:17

ভবিষ্যতে রাজধানীতে মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) নির্মাণের ক্ষেত্রে রেল ও বাস দুটো সুবিধাই রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, 'দুটি নতুন মেট্রোরেল নির্মাণ প্রকল্পসহ ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সভায়'।

নতুন এমআরটি নির্মাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, 'এমআরটি লাইন-১ নির্মাণের ক্ষেত্রে যেন হাতিরঝিলের সৌন্দর্য নষ্ট না হয় সেটার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকেও নজর দিতে হবে। ভবিষ্যতে এমআরটিকে শেয়ারবাজারে দিয়ে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।'

সভায় প্রধানমন্ত্রী বলেন, 'এমআরটি আমরা (সরকার) সবসময় চালাবো না। এখন আমরা বিনিয়োগ করছি। কিন্তু যেহেতু এটা লিমিটেড কোম্পানি ভবিষ্যতে আমরা শেয়ার মার্কেটে যাব।'

নতুন নির্মিত সকল সরকারি আবাসিক ঘরবাড়িতে নেট (জাল) দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

সভায় তিনি বলেন, 'সরকারি নতুন বাসস্থান নির্মাণের ক্ষেত্রে মশা ও পতঙ্গ নিরোধক নেট লাগাতে হবে। সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। যাতে মশা ও পোকা যেন না ঢুকে। এছাড়া ময়লা ডিসপোজালের জন্য আধুনিক ব্যবস্থা রাখতে হবে। সকল সরকারি আবাসিক ভবনের নিচতলায় ড্রাইভারদের সুযোগসুবিধার জায়গার ব্যবস্থা রাখতে হবে।'

সরকাবি বাসায় গ্যাস না থাকায় অনেক সময় সচিবরা সরকারি বাসায় উঠতে চান না। সেটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আগামীতে আমরা গ্যাস পাব না, এটা সত্য কথা। আমরা এলপিজি ব্যবহার শুরু করছি। আমরা সিলিন্ডারে যাচ্ছি। সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করতে হবে। গ্যাস না থাকার কারণে সরকারি বাসায় যদি সচিবরা না থাকেন তাহলে বরাদ্দ বাতিল করা হবে।'

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প বাস্তবায়ন নিয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, 'এডিপির বাস্তবায়ন কমেনি, টাকার পরিমাণ বেড়েছে। যেটুকু কমেছে সেটা হাওয়ার মধ্যে মৃদু কম্পন।'

সরকারি প্রকল্পের কেনাকাটায় প্রকল্প পরিচালকদেরকে আরও সতর্ক থাকার নির্দেশনা সভায় দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন: নতুন দুই মেট্রোরেলসহ ১০ প্রকল্প অনুমোদন

এ সম্পর্কিত আরও খবর