মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ময়মনসিংহের ৩ ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 01:09:28

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩টি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত নান্দাইল পৌর এলাকার হাসপাতাল রোডের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় স্থানীয় রামগোপাল ফার্মেসি ও ডে-নাইট মেডিকেল হলকে ১৫ হাজার করে ৩০ হাজার ও খান ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর