ডিএমপিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তার বদলি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 08:50:01

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপির হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির আদাবর থানার ওসি এসএম কাওসার আহমেদকে প্রসিকিউশন বিভাগে এবং পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শাহীদুজ্জামানকে আদাবর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

Ghum
ছয় কর্মকর্তার বদলির অফিস আদেশ

 

এছাড়া একই আদেশে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়াকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে তেজগাঁও থানার একই পদে, গোয়েন্দা দক্ষিণ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলামকে ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আশফাক রাজীব হাসানকে ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর