মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 19:26:18

রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যায় ৫ শিশু। তারা হলো, শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪) ও রমজান (৮)। সন্ধ্যার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া মনি (১০)  নামে আরেক শিশু। এদের সবার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।



রূপনগর থানার ডিউটি অফিসার জানান, রূপনগরের ১১ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এটা বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার না। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। নিহত আহত সবাই রূনগরের ১১ নম্বর রোড সংলগ্ন ফজল আলী মাতবরের বস্তিতে থাকতো।

এ দুর্ঘটনায় আহত ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই শিশু। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর