সিলেট বিএনপি নেতাদের পদত্যাগ নিয়ে ধুম্রজাল!

সিলেট, জাতীয়

নাবিল চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-23 11:49:10

সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে। যুবদলের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি, এমন অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান জামান ও শাহরিয়ার হোসেন চৌধুরী বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া এসব নেতারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানিয়েছেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিষয়টি অবগত হলেও কোনো পদত্যাগপত্র হাতে পাননি।

রোববার (৩ নভেম্বর) সকালে বিএনপির এ কেন্দ্রীয় চার নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে তিনি বলেন, 'আমরা মহাসচিবের কাছে দলীয় পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছি। তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।'

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'সিলেট বিএনপির কেউ পদত্যাগ করেননি। আমার কাছে সিলেট বিএনপির কোনো নেতার পদত্যাগপত্র আসেনি। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে শুধু আমার কথা হয়েছে। তিনি আমাকে তাদের সমস্যার কথা বলেছেন। আমি দলের মহাসচিব হিসেবে তাদের বক্তব্য শুনেছি।'

গত শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ২৯ সদস্যের সিলেট জেলা ও ২৭ সদস্যের মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, কমিটিতে স্থান পাওয়া কেউই যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। যুবদলের কমিটিতে সিলেট বিএনপির কোনো নেতার অনুসারীদের স্থান হয়নি। শুধুমাত্র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সুপারিশে তারা যুবদলের ত্যাগী নেতাদের বঞ্চিত করে পদ-পদবি ভাগিয়ে নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর