পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়লা রপ্তানি বন্ধ: মেঘালয়ের মুখ্যমন্ত্রী

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-29 03:00:50

মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। বাংলাদেশের বর্তমান সরকার শিল্প, বাণিজ্য, সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য সুন্দরভাবে চালু রাখতে চাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়লা রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে এ ব্যাপারে স্থায়ী সমাধান খুঁজে বের করতে ভারত সরকার কাজ করছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মেঘালয় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন কনরাড সাংমা।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সাথে পাবলিক টু পাবলিক সম্পর্ক গড়ে তুলতে চাই। পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও মেঘালয়ের ট্যুর অপারেটরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন।

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেঘালয় সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী স্নিয়াওভালাং ধর, শিক্ষামন্ত্রী লেকমেন রিম্বুই, কৃষিমন্ত্রী বেনতেইদর লিংডহ।

এ সম্পর্কিত আরও খবর