সংসদ সদস্য ও জাসদ নেতা মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ভারতের বেঙ্গালুরুর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
শনিবার (৮ নভেম্বর) বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার দুই ভাই। এ সময় জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় নেতা ডা. মুশতাক, করিম সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঈন উদ্দীন খান বাদলের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে তার গোসল করানো হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তার ঢাকার বাসভবন বসুন্ধরা আবাসিক এলাকায়। শনিবার (৮ নভেম্বর) সকালে সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে তার মরদেহ নিজ জেলা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। চট্টগ্রাম বাইতুল জামিয়াতুল ফালা জামে মসজিদে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের মাঠ রাত ৮ টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ রাত ৯ টায় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে চতুর্থ ও শেষ জানাজা শেষে তাকে বাবা-মার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মইন উদ্দিন খান বাদলের ছোট ভাই মনির খান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন মইন উদ্দীন খান বাদল। হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের-(জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন মইন উদ্দীন খান বাদল।