বুলবুল তাণ্ডবে ট্রলার ডুবি: নিখোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-09-01 02:21:21

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ইলিশা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদী থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর এলাকা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া জেলেরা হলেন- দুলারহাট থানার আবুবকরপুরের গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫), নুরাবাদের কাদের মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮), নুরাবাদ গ্রামের কাদের বেপারীর ছেলে নুরনবী বেপারী ( ৩০), আবুবকরপুর গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে মফিজ মাতুব্বর (৩৫), ফরিদাবাদ গ্রামের পিতা এসিন পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম পাটোয়ারী (৩৮), ফরিদাবাদপুর গ্রামের মোসলে উদ্দিন মাঝির ছেলে কবির হোসেন, আব্দুল্লাহ পুরের ইসমাইল খাঁর ছেলে মো. বেল্লাল (৩২) ও চরফ্যাশন থানার উত্তর শিবা গ্রামের মৃত মুজিবল হক মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪৫), মৃত জামালের রফিক বিশ্বাস (৫৫)।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেছেন বিষয়টি মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল। তিনি জানান, রোববার (১০ নভেম্বর) ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ট্রলারসহ ৯ জেলের মরদেহ উদ্ধার করে।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রকির উদ্দিন বার্তা টোয়েন্টিফোর.কম-কে জানান, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ২৪ জন জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১৩ জেলে উদ্ধার হলেও ১১ জন জেলে নিখোঁজ হন। এছাড়া রোববার রাতেই কোস্টগার্ডের একটি দল খোরশেদ আলী (৪৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। খোরশেদ দুলারহাট থানার আহমেদাবাদ গ্রামের মজর আলীর ছেলে।’

তবে এ ট্রলার ডুবির আরও এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে নিহতদের দাফন কার্য সম্পন্ন করার জন্য তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

এ সম্পর্কিত আরও খবর